Wednesday, 15 November 2017

সমাস




. ‘হাসাহাসিকোন সমাস?
 
ব্যতিহার বহুব্রীহি
. ‘প্রগতিকোন সমাসের উদাহরণ?
 
প্রাদি সমাস
. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?
 
শ্রমলব্ধ
. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
কাজলের ন্যায় কালো
. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমাকোন কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
. কয়টি সমাসের সাথেঅলুককথাটি যুক্ত আছে?
 

. ‘জলচরকোন তৎপুরুষ সমাস?
 
সপ্তমী
. ‘উপনদীসমস্তপদেরউপকী অর্থে ব্যবহৃত হয়েছে?
 
ক্ষুদ্র
. ‘রূপক কর্মধারয়’ - এর সমস্তপদ কোনটি?
 
বিষাদসিন্ধু
১০. ‘পঙ্কজকোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
 
অলুক
১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
 
তেপান্তর
১২. সমাস কত প্রকার?
 
ছয় প্রকার
১৩. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?
 
চিরকাল ব্যাপিয়া সুখী
১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
 
পরপদ
১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় - এর বিপরীত সমাস কোনটি?
 
অব্যয়ীভাব
১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
 
কাজলকালো
১৭. দ্বন্ধ সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?
 
বহুব্রীহি সমাস
১৮. ‘কানে কানে যে কথা = কানাকানি’ - এটি কোন সমাসের উদাহরণ?
ব্যতিহার বহুব্রীতি
১৯. ‘চাঁদমুখ’ - এর ব্যাসবাক্য কোনটি?
 
চাঁদের ন্যায় মুখ
২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
 
বিশেষ্য
২১. ‘আশীবিষ’ - কোন সমাস?
 
ব্যাধিকরণ বহুব্রীহি
২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
 
অরুণরাঙা
২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
 পলান্ন
২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
 
দ্বীপ
২৬. কোনটিতে উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?
 
রূপক কর্মধারয়
২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
 গায়ে পড়া
২৮. ‘ফুলকুমারীসমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
ফুলের ন্যায় কুমারী
২৯. ‘কমলাক্ষ’ - এর সঠিক ব্যাসবাক্য হলো-
 
কমলের ন্যায় অক্ষি যার
৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্মকোন সমাস?
 
কর্মধারয় সমাস
৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসেরসমস্তপদকোনটি?
 
মনগড়া
৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
 
ন্যায়
৩৩. ‘হাট-বাজারকোন অর্থে দ্বন্ধ সমাস?
 
সমার্থে
৩৪. সমাস সাধিত পদ কোনটি?
 
দম্পতি
৩৫. ‘পঞ্চনদসমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
পঞ্চ নদীর সমাহার
৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
 
কর্মধারয়
৩৭. ‘মহারাজ’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
মহান যে রাজা

৩৮. ‘চন্দ্রমুখ’ - শব্দের ব্যাসবাক্য কোনটি?
মুখ চন্দ্রের ন্যায়
৩৯. ‘মন মাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
মনরূপ মাঝি
৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
ব্যধিকরণ বহুব্রীহি
৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?
 
নরাধম
৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?
 
তৎপুরুষ
৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?
 
উপপদ তৎপুরুষ
৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
উপমান কর্মধারয়
৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?
 
নয়
৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
 
কাগজ-পত্র
৪৭. ‘বিশ্ববিখ্যাতসমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
 
সপ্তমী তৎপুরুষ
৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
 
মধুমাখা
৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
অব্যয়ীভাব সমাসে
৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?
দ্বন্ধ সমাস
৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
পঞ্চ নদীর সমাহার
৫২. ‘হংসডিম্ব’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
হংস ডিম্ব
৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
 
করপল্লব
৫৪. ‘ঈষৎঅর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
আরক্তিম
৫৫. ‘অন্তরীপকোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
 
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
৫৬. ‘উদ্বেলকী অর্থে অব্যয়ীভাব সমাস?
অতিক্রম অর্থে
৫৭. ব্যাসবাক্যের অপর নাম কী?
 
বিগ্রহ বাক্য
৫৮. ‘বিদ্যাহীনশব্দটি কোন ধরনের সমাস হবে?
 
তৃতীয়া তৎপুরুষ
৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?
 
অভাব
৬০. সত্য বলে যে = সত্যবাদী - এটি কোন সমাসের অন্তর্গত?
 
উপপদ তৎপুরুষ
৬১. নিচের কোনটিবিপরীতার্থক দ্বন্ধ’?
 
জমা-খরচ
৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়?
 
৩য়া
৬৩. কোনটি নিত্য সমাস?
 
দর্শনমাত্র
৬৪. ‘হাট-বাজারকোন সমাস?
 
দ্বন্ধ
৬৫. কোনটি দ্বন্ধ সমাস?
 
মাতা-পিতা
৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে আছে?
 
ষষ্ঠী তৎপুরুষ
৬৭. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি?
 
পথের রাজা
৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন সমাসের উদাহরণ?
 
মধ্যপদলোপী কর্মধারয়
৬৯. ‘বিরানব্বইকোন সমাসের উদাহরণ?
নিত্য
৭০. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?
সাতসমুদ্র
৭১. ‘তুষারশুভ্র’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
তুষারের ন্যায় শুভ্র
৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
 
পরপদ
৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
 
তেমাথা
৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?
 
তিনটি
৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
তুষারশুভ্র
৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?
 
মাছিমারা
৭৭. ‘প্রতিদ্বন্ধীঅর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
 
প্রত্যুত্তর
৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
পকেটমার
৭৯. ‘বিষাদসিন্ধুসমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
 
বিষাদ রূপ সিন্ধু
৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?
পান্নাসবুজ
৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
 
একঘরে
৮২. ‘জায়াশব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয়?
 
জানি
৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
 
পূর্বপদ
৮৪. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?
 
লাঠিতে লাঠিতে যে লড়াই
৮৫. ‘বহুব্রীহিশব্দের অর্থ কী?
বহু ধান
৮৬. ‘মনগড়াকোন সমাস?
 
তৎপুরুষ
৮৭. খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?
সমার্থক
৮৮. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
 
শতাব্দী
৮৯. ‘বালিকা বিদ্যালয়কোন সমাস?
 
চতুর্থী তৎপুরুষ
৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস হয়তার নাম -
পঞ্চমী তৎপুরুষ
৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ - এটি কোন সমাস?
 
তৎপুরুষ
৯২. “মহৎমন যার” - এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?
মহৎমনা
৯৩. ‘যথাযোগ্য’ - শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
 
অনিতক্রম্যতা
৯৪. সমাস শব্দের অর্থ কী?
সংক্ষেপ, মিলন একপদীকরণ
৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
 
গ্রমান্তর
৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?
 
কর্মধারয় সমাস
৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
 
দেশান্তর
৯৮. ‘জনৈকএর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
জন যে এক
৯৯. ‘স্মৃতিসৌধ’ - কোন সমাসের সমস্তপদ?
 
কর্মধারয়
১০০. ‘মুখচন্দ্রএর ব্যাসবাক্য কোনটি?
 
মুখ চন্দ্রের ন্যায়
১০১. দ্বিগু সমাসের উদাহরণ -
তিন কালের সমাহার - ত্রিকাল
১০২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
 
সমস্যমান পদ
১০৩. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
গ্রামান্তর
১০৪. ‘দা-কুমড়াকোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
 
বিরোধার্থক দ্বন্ধ
১০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
 
প্রগতি
১০৬. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?
 
কথাসর্বস্ব
১০৭. ‘জনৈককোন সমাসের উদাহরণ?
 
কর্মধারয়
১০৮. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী - কোন সমাস?
 
মধ্যপদলোপী বহুব্রীহি
১০৯. ‘গজনীর রাজা = গজনীরাজএটি কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি সমাস
১১০. পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়?
 
সমানাধিকরণ
১১১. ‘গাছপাকাকোন সমাস?
 
সপ্তমী তৎপুরুষ
১১২. ‘অহি-নকুলকোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ?
 
বিরোধার্থক
১১৩. কোনটি প্রাদি অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
 
উদ্বেল
১১৪. ‘বেসুরকোন সমাস?
 
বহুব্রীহি
১১৫. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
 
তৎপুরুষ
১১৬. ‘অভাবঅর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
 
নির্ভাবনা
১১৭. ‘উপশহরকোন সমাসের উদাহরণ?
 
অব্যয়ীভাব
১১৮. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
 
সমস্তপদ
১১৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?
 
ব্যতিহার বহুব্রীহি
১২০. ‘দশাননসমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
দশ আনন আছে যার
১২১. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
 
কর্মধারয়
১২২. ‘স্মৃতিসৌধকোন কর্মধারয় সমাস?
 
মধ্যপদলোপী কর্মধারয়
১২৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
 
সন্ধি
১২৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?
 
২য়া তৎপুরুষ
১২৫. ‘মেহেদীরাঙা’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
মেহেদী রূপ রাঙা
১২৬. ‘পকেটমারকোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
 
উপপদ তৎপুরুষ
১২৭. ‘সামীপ্যেঅর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে?
 
উপকূল
১২৮. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
  
ব্যাসবাক্য
১২৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?
 
তুষারশুভ্র
১৩০. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
 
উপমান কর্মধারয়
১৩১. ‘বিপদাপন্নসমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
 
দ্বিতীয়া তৎপুরুষ
১৩২. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
 
আমৃত্যু
১৩৩. ‘সমাসশব্দের অর্থ কী?
সংক্ষেপণ
১৩৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
 
সাহিত্য সভা
১৩৫. ‘সুকাজশব্দটিরসুকোন প্রকার উপসর্গ?
খাঁটি বাংলা
১৩৬. ‘অকেজোসমস্তপদটি কোন সমাসেরউদাহরণ?
) নঞ্ তৎপুরুষ
) নঞ্ বহুব্রীহি
) প্রত্যয়ান্ত বহুব্রীহি
) সবগুলো সঠিক- উত্তর-ঘ
১৩৭. ‘মহাকীর্ত’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মহতী যে কীর্তি
১৩৮. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?
অন্যপদ
১৩৯. বহুব্রীহি কত প্রকার?
 

১৪০. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
 
উপপদ তৎপুরুষ
১৪১. কোন সমাসেসমাহারব্যাসবাক্য থাকে?
 
দ্বিগু
১৪২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ - এটি কোন সমাস?
 
বহুব্রীহি
১৪৩. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস?
 
বিপরীতার্থক
১৪৪. ‘জমা-খরচএর সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
জমা খরচ
১৪৫. ‘মহানবিশব্দটি কোন সমাস?
 
কর্মধারয়
১৪৬. ‘ছাগদুগ্ধ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
 
ছাগীর দুগ্ধ
১৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে

No comments:

MATHEMATICAL FORMULAE

M A TH E M A T I CA L F O R M U LAE A l g e b r a 1.   ( a + b ) 2   = a 2   + 2 a b + b 2   ;   a 2   + b 2 = ( ...