Wednesday, 15 November 2017

সন্ধি বিচ্ছেদ


প্রদত্ত শব্দ
সন্ধি বিচ্ছেদ
প্রদত্ত শব্দ
সন্ধি বিচ্ছেদ
শতেক
শত+এক
কতেক
কত+ এক
শাঁখারি
শাঁখা+ আরি
রূপালি
রূপা + আলি
মিথ্যুক
মিথ্যা + উক
হিংসুক
হিংসা + উক
কুড়িক
কুড়ি + এক
ধনিক
ধনি + এক
বারেক
বার + এক
তিনেক
তিন + এক
হিমাচল
হিম+ আচল
হিমালয়
হিম + আলয়
নরাধম
নর + অধম
প্রাণাধিক
প্রাণ + অধিক
সিংহাসন
সিংহ+ আসন
বিদ্যালয়
বিদ্যা + আলয়
শুভেচ্ছ
শুভ + ইচ্ছা
যথেষ্ট
যথা + ইষ্ট
মহেশ
মহা + ঈশ
সূর্যদয়
সূর্য + উদয়
যথোচিত
যথা + উচিত
দেবর্ষি
দেব + ঋষি
শীতার্ত
শীত + ঋত
তৃষ্ঞার্ত
তৃষ্ঞা + ঋত
ক্ষুধার্ত
ক্ষুধা + ঋত
জনৈক
জন + এক
মতৈক্য
মত + ঐক্য
 মহৌষধি
মহা + ঔষধি
অতীত
অতি + ইত
পরীক্ষা
পরি + ঈক্ষা
অত্যন্ত
অতি + অন্ত
 ইত্যাদি
ইতি + আদি
অত্যুক্তি
অতি + উক্তি
প্রত্যেক
প্রতি + এক
প্রত্যহ
প্রতি  + অহ
অত্যাধিক
অতি + অধিক
প্রত্যাশা
প্রতি + আশা
অদ্যন্ত
আদি + অন্ত
মরূদ্যান
মরু + উদ্যান
স্বাগত
সু + আগত


অন্বেষণ
অনু + এষণ
নয়ন
নে + অন
নায়ক
নৈ + অক
পবন
পো + অন
গবাদি
গো + আদি
গবেষণা
গো + এষণা
পবিত্র
পো + ইত্র
নাবিক
নৌ + ইক
ভাবুক
ভৌ + উক
শয়ন
শে + অন
গায়ক
গৈ + অক
লবণ
লো + অন
দিগন্ত
দিক্ + অন্ত
সুবন্ত
সুপ + অন্ত
একচ্ছত্র
এক + ছত্র
পরিচ্ছদ
পরি + ছদ
সচ্চিন্তা
সৎ + চিন্তা
উচ্ছেদ
উৎ + ছেদ
সজ্জন
সৎ + জন
কুজ্ঝটিকা
কুৎ + ঝটিকা
উড্ডীন
উৎ + ডীন
উদ্ধার
উৎ + হার
পদ্ধতি
পদ + হতি
উল্লাস
উৎ + লাস
বাগদান
বাক্ + দান
ষড়যন্ত্র
ষট + যন্ত্র
উদ্যোগ
উৎ + যোগ
তদ্রুপ
তৎ + রূপ
শঙ্কা
শম্ + কা
সঞ্চয়
সম্ + চয়
সংগত
সম + গত
অহংকার
অহম্ + কার
সংখ্যা
সম্ + খ্যা
সংযম
সম্ + যম
সংলাপ
সম্ + লাপ
সংহার
সম্ + হার
সংবাদ
সম্ + বাদ
সংশয়
সম্ + শয়
সংরক্ষণ
সম্ + রক্ষণ
সংসার
সম্ + সার

তৎকাল
তদ + কাল
কৃষ্টি
কৃষ্ + তি
উত্থান
উৎ + স্থান
সংস্কার
সম্ + কার
উত্থাপন
উৎ + স্থাপন
সংস্কৃত
সম্ + কৃত
পরিষ্কার
পরি + কার
তিরোধান
তিরঃ + ধান
ততোধিক
ততঃ + অধিক
মনোরম
মনঃ + রম
মনোহর
মনঃ + হর
তপোবন
তপঃ + বন
অন্তর্গত
অন্তঃ + গত
পুনরায়
পুনঃ + আয়
অহরহ
অহঃ+ অহ
অন্তর্ভুক্ত
অন্তঃ + ভুক্ত
নিরাকার
নিঃ + আকার
আশীর্বাদ
আশীঃ + বাদ
দুর্যোগ
দুঃ + যোগ
বহির্গত
বহিঃ + গত
নীরব
নিঃ + রব
নীরস
নিঃ + রস
নিশ্চয়
নিঃ চয়
শিরচ্ছেদ
শিরঃ + ছেদ
নিষ্ঠুর
নিঃ + ঠুর
দুস্তর
দুঃ + তর
দুস্থ
দুঃ +
পদস্থলন
পদঃ + খলন
দুষ্কর
দুঃ + কর
মনঃকষ্ট
মনঃ + কষ্ট
ভাস্কর
ভাঃ + কর
অহর্নিশ
অহঃ + নিশা
অহরহ
অহঃ + অহ
দুষ্প্রাপ্য
দুঃ + প্রাপ্য
আবিষ্কার
আবিঃ + কার
চতুষ্পদ
চতুঃ + পদ
ইত্যাদি
 ইতি + আদি
মৃন্ময়
মৃৎ + ময়
উচ্চারণ
উৎ + চারণ
রবীন্দ্র
রবি + ইন্দ্র


নিপাতনে সিদ্ধ সন্ধি
+চর্য = আশ্চর্য
এক+দশ = একাদশ
বৃহৎ+পতি = বৃহস্পতি
তৎ+কর = তস্কর
বন+পতি= বনস্পতি
পর+পর = পরস্পর
গো+ অক্ষ = গবাক্ষ
ষট্ + দশ = ষোড়শ
অন্য+ অন্য = অন্যান্য
+ চর্য = আশ্চর্য
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
কুল+অটা = কুলটা
মার্ত + অণ্ড = মার্তণ্ড
কিছু বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে
উৱ+স্থান = উত্থান
সম্ +কৃত = সংস্কৃত
সম্ + কার = সংস্কার
পরি+ কার = পরিষ্কার
উৱ+ স্থাপন= উত্থাপন

No comments:

MATHEMATICAL FORMULAE

M A TH E M A T I CA L F O R M U LAE A l g e b r a 1.   ( a + b ) 2   = a 2   + 2 a b + b 2   ;   a 2   + b 2 = ( ...