Monday, 20 November 2017

১৯ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

১৯ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

1. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
Correct answer is : বরেন্দ্রভূমি
2. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Correct answer is : ভানুসিংহ
3. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
Correct answer is : আবদুল গাফফার চৌধুরী
4. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct answer is : অগ্নিবীণা
5. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
Correct answer is : রেনিন
6. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Correct answer is : ২৩ জোড়া
7. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Correct answer is : ডলি
8. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
Correct answer is : ইনসুলিন
9. ভায়াগ্রা কী?
Correct answer is : নতুন একটি ওষুধ
10. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
Correct answer is : ক্লোরোফ্লুরো কার্বন
11. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
Correct answer is : মিথেন
12. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
Correct answer is : ২৫ শতাংশ
13. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
Correct answer is : মাইক্রোসফট
14. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Correct answer is : উপরের সবগুলো
15. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Correct answer is : সোনারগাঁয়ে
16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Correct answer is : নাটোর
17. বাংলাদেশের জাতীয় পাখি‒
Correct answer is : দোয়েল
18. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
Correct answer is : সাভার, ঢাকা
19. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Correct answer is : রয়েল বেঙ্গল টাইগার
20. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
Correct answer is : ড. ওসমান গনি
21. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
Correct answer is : পাবনা, সিরাজগঞ্জ
22. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
Correct answer is : ২ ডিসেম্বর, ১৯৯৭
23. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
Correct answer is : গ্যাস
24. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
Correct answer is : ১৮ বছর
25. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
Correct answer is : একাশি
26. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
Correct answer is : ১৫ শতাংশ
27. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
Correct answer is : ৪.৮ কিলোমিটার
28. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
Correct answer is : কাছিবেষ্টিত নোঙর
29. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
Correct answer is : ইন্দোনেশিয়া
30. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Correct answer is : তুরস্ক
31. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
Correct answer is : নেদারল্যান্ড
32. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct answer is : লর্ড লিনলিথগো
33. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
Correct answer is : আব্রাহাম লিংকন
34. নেপালের পার্লামেন্টের নাম কী?
Correct answer is : পার্লামেন্ট
35. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct answer is : নিউইয়র্ক
36. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Correct answer is : রোমে
37. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct answer is : ম্যানিলা
38. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
Correct answer is : যুক্তরাষ্ট্র
39. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
Correct answer is : ১১ টি
40. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Correct answer is : ১৪ ডিসেম্বর
41. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
Correct answer is : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
42. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
Correct answer is : সুকার

১৫ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

১৫ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

1. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct answer is : হাজী শরিয়তউল্লাহ
2. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
Correct answer is : আল মাহমুদ
3. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Correct answer is : আলালের ঘরের দুলাল
4. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Correct answer is : ১৮৭২
5. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
Correct answer is : শেখ ফজলল করিম
6. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
Correct answer is : প্রমথ চেীধুরী
7. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Correct answer is : কালীপ্রসন্ন ঘোষ
8. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct answer is : সিকান্দার আবু জাফর
9. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
Correct answer is : জীবনানুভূতির গভীরতায়
10. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
Correct answer is : কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
11. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
Correct answer is : উত্তরাধিকার
12. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
Correct answer is : বসন্ত
13. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
Correct answer is : মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
14. কোনটি রক্তের কাজ নহে?
Correct answer is : জারক রস বিতরণ করা
15. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
Correct answer is : ৬.৪৫
16. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
Correct answer is : ৫৬.০ কিলোগ্রাম
17. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?

Correct answer is : ২২৪ 

18. কোন সংখ্যাটি বৃহত্তম?

Correct answer is : √০.৩
19. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Correct answer is : যথাযথভাবে হাল ঘুরিয়ে
20. নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
Correct answer is : ওজোন স্তরে ফুটো তৈরি করে
21. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?
Correct answer is : প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
22. আল্ট্রাসনোগ্রাফী কী?
Correct answer is : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
23. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Correct answer is : পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
24. আকাশ নীল দেখায় কেন?
Correct answer is : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
25. ‘Pediatric’ relates to the treatment of:
Correct answer is : children
26. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : listen
27. My uncle has three sons, ---- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : all of whom
28. Are you doing anything special --- the week-end?
Correct answer is : at
29. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
Correct answer is : The patriots are always remembered by the people
30. Which of the following school of litarary writings is connected with a medical theory?
Correct answer is : Comedy of Humours
31. Who of the following was both a poet and painter?
Correct answer is : Blake
32. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
Correct answer is : Keats
33. যে ভূমিতে ফসল জন্মায় না-
Correct answer is : ঊষর
34. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct answer is : শৈত্য
35. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-
Correct answer is : প্রজ্ঞা
36. শুদ্ধ বানানটি নির্দেশ কর?
Correct answer is : মুহুর্মুহু
37. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct answer is : দিব্+লোক
38. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
Correct answer is : ঐচ্ছিক
39. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
Correct answer is : সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না
40. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
Correct answer is : ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
41. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Correct answer is : কক্সবাজার
42. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Correct answer is :
43. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?

Correct answer is : অষ্টম

44. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
Correct answer is : ৫,২০০কি:মি
45. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Correct answer is : ১৯.৯৫%
46. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
Correct answer is : সিলেট
47. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Correct answer is : কৃষি
48. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Correct answer is : ২২
49. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
Correct answer is : নারিকেল জিনজিরা
50. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?

Correct answer is : ৭৭.৫৫%

51. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
Correct answer is : বামফিল্ড ফুলার
52. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
Correct answer is : নবাব মুর্শিদকুলি খাঁ
53. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Correct answer is : পঞ্চগড়
54. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
Correct answer is : ৩৩
55. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Correct answer is : নিউইয়র্ক
56. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
Correct answer is : নাফ
57. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
Correct answer is : জর্ডান
58. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
Correct answer is : লাসা
59. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
Correct answer is : ইথিওপিয়া
60. ‘Club of Viena’ কী?
Correct answer is : পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
61. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
Correct answer is : ১৯৯৩
62. The United Nations University কোন শহরে অবস্থিত?
Correct answer is : টোকিও
63. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Correct answer is : ১৯৭৯-৮০
64. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct answer is : কায়রো
65. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
Correct answer is : ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
66. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
Correct answer is : -1/2
67. a=1,b=-1,c=2,d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
Correct answer is : 0
68. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
Correct answer is : ৪৯৫০
69. What is the meaning of the word ‘intrepid’?
Correct answer is : fearless
70. What is the meaning of the expression ‘bottom line’?
Correct answer is : The essential point
71. The word ‘plurality’ means-
Correct answer is : The holding of more than one office at a time
72. `Bootleg’ means to-
Correct answer is : smuggle
73. The ‘poet laureate’ is-
Correct answer is : the Court poet of England
74. What is the synonym of ‘incredible’?
Correct answer is : Unbelievable
75. plebiscite is a term related to
Correct answer is : Politics
76. Many islands make up-
Correct answer is : an archipelago
77. What is the antonym of ‘famous’?
Correct answer is : Obscure
78. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
Correct answer is : ৩০
79. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -
Correct answer is : সমদ্বিবাহু
80. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
Correct answer is : c+a-b
81. Which of the following is a correct sentence?
Correct answer is : He was too clever to miss the point
82. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Correct answer is : বিপরীত
83. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Correct answer is : আটলান্টা


১৪ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

১৪ তম বিসিএস প্রশ্ন ও সমাধান

1. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

Correct answer is : দুদু মিয়া

2. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

Correct answer is : এক নতুন জাতীয় চেতনার

3. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?

Correct answer is : বসন্ত কুমারি

4. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

Correct answer is : প্রমথ চৌধুরী

5. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

Correct answer is : ফকির গরীবুল্লাহ

6. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

Correct answer is : কুচবরণ কণ্যা

7. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

Correct answer is : কাজী নজরুল ইসলাম

8. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

Correct answer is : ১৯০৩-১৯৭৬ ইং

9. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

Correct answer is : ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

10. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?

Not Attempted!

Correct answer is : দশম থেকে চতুর্দশ শতাব্দী
11. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

Correct answer is : ঈশ্বরচন্দ্র গুপ্ত

12. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

Correct answer is : ২৫,০০০ টাকা

13. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?

Correct answer is : ২৫

14. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

Correct answer is : ১৪০

15. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

Correct answer is : ১০০ কিলোগ্রাম

16. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?

Correct answer is : বায়বীয় পদার্থে

17. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?

Correct answer is : বেগুনি

18. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

Correct answer is : প্রতিধ্বনি

19. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)

Correct answer is : ১০ সেকেন্ড

20. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

Correct answer is : পাখি পালন বিষয়াদি

21. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

Correct answer is : কালো

22. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

Correct answer is : গাড়ির মধ্যেই বসে থাকবেন

23. কোথায় সাতার কাটা সহজ?

Correct answer is : সাগরে

24. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

Correct answer is : নাইট্রোজেন

25. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক

Correct answer is : আসলের চেয়ে বেশী হবে

26. The walls of our house have been painted ___green.

Correct answer is : no preposition

27. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

Correct answer is : আট কপালে

28. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

Correct answer is : দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

29. ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?

Correct answer is : চির অশান্তি

30. মৌলিক শব্দ কোনটি?

Correct answer is : গোলাপ

31. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

Correct answer is : ঢাকের বাঁয়া

32. বাংলা লিপির উৎস কী?

Correct answer is : ব্রাহ্মী লিপি

33. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?

Correct answer is : জীবনী

34. ধ্বনি নির্দেশক প্রতীক

Correct answer is : ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

35. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

Correct answer is : নদী

36. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

Correct answer is : ইউরিয়া

37. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?

Correct answer is : প্রথম সোমবার

38. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

Correct answer is : বাংলা ১১৭৬

39. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?

Correct answer is : ২৩

40. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?

Correct answer is : খুলনা

41. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

Correct answer is : মারমা

42. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

Correct answer is : গ্রামীণ ব্যাংক

43. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?

Correct answer is : বাঁশ

44. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

Correct answer is : উয়ন

45. ক্যাটালন কোন দেশের ভাষা?

Correct answer is : স্পেন

46. পপি উত্পাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

Correct answer is : মায়ানমার, থাইল্যান্ড, লাওস

47. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

Correct answer is : ১৯৬৬ সালের ১০ জানুয়ারী

48. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

Correct answer is : লিওনার্দো দ্যা ভিঞ্চি

49. কোন দেশটি আরব দেশের অর্ন্তভুক্ত নয়?

Correct answer is : ইরান

50. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?

Correct answer is : সংস্কৃতি

51. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

Correct answer is : অষ্ট্রিয়া

52. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?

Correct answer is : ধানু

53. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?

Correct answer is : IMF

54. কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয় ?

Correct answer is : ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

55. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

Correct answer is : ১৯৬৬

56. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

Correct answer is : ১০ এপ্রিল,১৯৭১

57. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?

Correct answer is : অষ্ট্রেলিয়া

58. A speech full of too many words is-


Correct answer is : A verbose speech
59. To meet trouble half way means-

Correct answer is : To be puzzled

60. What is the meaning of the idiom ‘a round dozen’?

Correct answer is : A full dozen

61. You should "show good manners" in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?

Correct answer is : Behave gently

62. Trying unitedly we were able to have our project approved 'against' strong oppositions. which of the following says nearly the same as 'against' above?

Correct answer is : In the teeth of

63. Not many people can commit such a heinous crime 'in cold blood'. What does the quoted idiom mean?

Correct answer is : In cool brain and calculeted thought

64. People who assume that no evil can befall them are foolishly-

Correct answer is : Complacent

65. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here?

Correct answer is : Officious

66. The second anniversary celebration of our college will be held on December,15. which of the following is the correct phrase for ‘will be held’?

Correct answer is : comes off

67. ‘Dog day’ means-

Correct answer is : hot weather

68. What kind of man is quite the opposite type of “supercilious”?

Correct answer is : Affable

69. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?

Correct answer is : ৬ ফুট

70. How many eggs have your hens _ this month?

Correct answer is : laid

71. Can you tell me where ________?

Correct answer is : Mr. Ali lives

72. Now-a-days many villages are lit ----- Electricity. Which is the correct preposition in the above blank?

Correct answer is : with

73. বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
Correct answer is : ১২ অক্টোবর,১৯৭২

MATHEMATICAL FORMULAE

M A TH E M A T I CA L F O R M U LAE A l g e b r a 1.   ( a + b ) 2   = a 2   + 2 a b + b 2   ;   a 2   + b 2 = ( ...